Kredyty
PERFORMING ARTISTS
Mahtim Shakib
Performer
COMPOSITION & LYRICS
Mahtim Shakib
Songwriter
Asif Iqbal
Lyrics
Kishore Das
Composer
PRODUCTION & ENGINEERING
Asif Iqbal
Producer
Kishore Das
Mastering Engineer
Tekst Utworu
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
ভেজা সবুজে খোলা হাওয়া মিশে খেলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
বাজে শঙ্খের ভেতর সমুদ্র
মন যেন জীবনের মতো শুভ্র
বাজে শঙ্খের ভেতর সমুদ্র
মন যেন জীবনের মতো শুভ্র
সময় যে আমায় হারিয়ে যেতে বলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
যেন ঝিনুকের মতোই বালুকায়
আছি মন খারাপের অবহেলায়
যেন ঝিনুকের মতোই বালুকায়
আছি মন খারাপের অবহেলায়
কেন যে অভিমান আমার মনে জাগছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
ভেজা সবুজে খোলা হাওয়া মিশে খেলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
Written by: Asif Iqbal, Kishore Das, Mahtim Shakib

