album cover
Danpite
134
Pop
Utwór Danpite został wydany 10 kwietnia 2008 przez G series jako część albumu Danpite
album cover
AlbumDanpite
Data wydania10 kwietnia 2008
WytwórniaG series
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM130

Kredyty

PERFORMING ARTISTS
Minar Rahman
Minar Rahman
Performer
COMPOSITION & LYRICS
Kabir Suman
Kabir Suman
Songwriter
Minar Rahman
Minar Rahman
Songwriter
PRODUCTION & ENGINEERING
Minar Rahman
Minar Rahman
Producer

Tekst Utworu

একটু ডানপিটে হ
তোরা একটু ডানপিটে হ
লক্ষ্মীটি হয়ে থাকবি কতকাল? একটু ডানপিটে হ
একটু ডানপিটে হ
তোরা একটু ডানপিটে হ
লক্ষ্মীটি হয়ে থাকবি কতকাল? একটু ডানপিটে হ
একটু ডানপিটে হ
তোরা একটু ডানপিটে হ
লক্ষ্মীটি হয়ে থাকবি কতকাল? একটু ডানপিটে হ
পথে পথে ঘুরে পথিক হ তোরা
ঘরে না ফিরে, হ ভবঘুরে
পথে পথে ঘুরে পথিক হ তোরা
ঘরে না ফিরে, হ ভবঘুরে
ফাঁকি দিয়ে ঘুরে বেড়া
ফাঁকি দিয়ে ঘুরে বেড়া
এখানে ওখানে সেখানে যেখানে
তোর প্রতীক্ষায় থাকে বসে অনেকে
অনেকে
একটু ডানপিটে হ
তোরা একটু ডানপিটে হ
লক্ষ্মীটি হয়ে থাকবি কতকাল? একটু ডানপিটে হ
যখন তোদের খোঁজ পড়বে
আশেপাশের শহরতলীতে
যখন তোদের ডাকবে তোদের মা
যখন তোদের খোঁজ পড়বে
আশেপাশের শহরতলীতে
যখন তোদের ডাকবে তোদের মা
তখন যেন ভুলেও তোরা দিস না সাড়া
তখন যেন ভুলেও তোরা দিস না সাড়া
পাখিদের সাথে ডানা মেলে উড়ে বেড়া আকাশে
মেঘেদের সাথে ভেসে ভেসে ছুটে চল আরো দূরে
ফুল হয়ে ফুটে থাক, তোরা নাও হয়ে ভেসে থাক
ফুল হয়ে ফুটে থাক, তোরা নাও হয়ে ভেসে থাক
একটু ডানপিটে হ
তোরা একটু ডানপিটে হ
লক্ষ্মীটি হয়ে থাকবি কতকাল? একটু ডানপিটে হ
Written by: Kabir Suman, Minar Rahman, Suman Chattopadhyay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...