Tekst Utworu

হারায়ে সে মানুষে, তার উদ্দেশ্যে, দেশ-বিদেশে আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো, একলা চলো একলা চল রে তবে একলা চলো একলা চলো, একলা চলো একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরন তলে একলা লড়োরে তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরন তলে একলা লড়োরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে রোদ উঠে গেছে তোমাদের নগরিতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দে হাসি মুখ চেনা চেনা সব খানে এর মাঝে চলো মোরা হারিয়ে যাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে
Writer(s): Shayan Chowdhury Arnob Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out