Kredyty
COMPOSITION & LYRICS
Habib Wahid
Songwriter
Tekst Utworu
রাত নির্ঘুম বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে
এসো তবে বৃষ্টি নামাই
সৃষ্টি ছাড়া ভালোবাসায়...
এসো তবে জোছনা সাজাই
দু'চোখে তারায় তারায়...
রাত নির্ঘুম বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে
Written by: Habib Wahid

