Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Firoza Begum
Firoza Begum
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter

Tekst Utworu

আমার ভুবন কান পেতে রয়
প্রিয়তম তব লাগিয়া
আমার ভুবন কান পেতে রয়
প্রিয়তম তব লাগিয়া
দীপ নিভে যায়, সকলে ঘুমায়
দীপ নিভে যায়, সকলে ঘুমায়
মোর আঁখি রহে জাগিয়া
প্রিয়তম তব লাগিয়া
আমার ভুবন কান পেতে রয়
প্রিয়তম তব লাগিয়া
তারারে শুধাই, "কত দেরি আর?
কখন আসিবে বিরহী আমার?"
ওরা বলে, ওরা বলে
"হেরো পথ চেয়ে তার
নয়ন উঠেছে রাঙিয়া"
প্রিয়তম তব লাগিয়া
আমার ভুবন কান পেতে রয়
প্রিয়তম তব লাগিয়া
আসিতেছে সে কি মোর অভিসারে
কাঁদিয়া শুধাই চাঁদে
মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ
মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ
নীরবেই শুধু কাঁদে
ফাগুন বাতাস করে হায় হায়
বলে, "বিরহিণী, তোর নিশি যে পোহায়
নিশি যে পোহায়"
ফাগুন বাতাস করে হায় হায়
বলে, "বিরহিণী, তোর নিশি যে পোহায়"
ফুল বলে, ফুল বলে, "আর
জাগিতে পারি না, ঘুমে আঁখি আসে ভাঙিয়া"
প্রিয়তম তব লাগিয়া
আমার ভুবন কান পেতে রয়
প্রিয়তম তব লাগিয়া
Written by: Kamal Dasgupta, Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...