Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Riddhi Bandyopadhyay
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
যে দিকে চেয়ে দেখি, ওগো সখী
যে দিকে চেয়ে দেখি, ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
পরানে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান
পরানে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান
আজিকে কী ঘোর তুফান, সজনি গো
বাঁধ আর বাঁধিতে না'রি
বাঁধ আর বাঁধিতে না'রি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে
সহসা কী বহিল কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে
সহসা কী বহিল কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ
হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ
জানি না কী বাসনা, কী বেদনা গো
কেমনে আপনা নিবারি
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
Written by: Rabindranath Tagore


