Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Monir Khan
Monir Khan
Interpretação
Eva Rahman
Eva Rahman
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Mooqsud Jamil Mintu
Mooqsud Jamil Mintu
Composição
S. A. Haque Alik
S. A. Haque Alik
Composição

Letra

তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি
জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি
জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব
পেয়ো না গো লজ্জা, খুব কাছে রাখব
হুম, চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব
পেয়ো না গো লজ্জা, খুব কাছে রাখব
এভাবে বোলো না গো, কোরো না বারণ
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ
সইতে পারব না হারানোর ব্যথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি
জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বাতাসে বাতাসে কত সুরভি যে ভাসছে
চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে
হুম, বাতাসে বাতাসে কত সুরভি যে ভাসছে
চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে
কী যে সুখ এই বুকে, পৃথিবী তা জানে
'হারাব তোমাকে', মন কি তা মানে?
কী এমন সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না মরণ তোমায়
কেড়ে নিতে পারবে না মরণ তোমায়
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি
জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি
জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা
Written by: Mooqsud Jamil Mintu, S. A. Haque Alik
instagramSharePathic_arrow_out

Loading...