album cover
Maya
45.169
Folk
Maya foi lançado em 1 de janeiro de 2004 por Ektaar Music como parte do álbum Maya
album cover
ÁlbumMaya
Data de lançamento1 de janeiro de 2004
SeloEktaar Music
Melodicidade
Acusticidade
Valence
Dançabilidade
Energia
BPM181

Créditos

INTERPRETAÇÃO
Helal
Helal
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Habib
Habib
Composição
Shah Abdul Karim
Shah Abdul Karim
Composição

Letra

মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে...
Written by: Habib, Shah Abdul Karim
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...