Créditos
INTERPRETAÇÃO
Abhirup Guhathakurata
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
কী রাগিণী বাজালে হৃদয়ে
মোহন, মনোমোহন
কী রাগিণী বাজালে
তাহা তুমি জান হে, তুমি জান
কী রাগিণী বাজালে
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
কিসে মোহিলে মন প্রাণ
তাহা তুমি জান হে, তুমি জান
কী রাগিণী বাজালে
আমি শুনি দিবারজনী
তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি
আমি শুনি দিবারজনী
তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি
তুমি কেমনে মরম পরশিলে মম
তুমি কেমনে মরম পরশিলে মম
কোথা হতে প্রাণ কেড়ে আন
তাহা তুমি জান হে, তুমি জান
কী রাগিণী বাজালে
কী রাগিণী বাজালে হৃদয়ে
মোহন, মনোমোহন
কী রাগিণী বাজালে
Written by: Rabindranath Tagore

