Créditos

INTERPRETAÇÃO
Shireen
Shireen
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Habib Wahid
Habib Wahid
Composição
Abdul Gafur Hali
Abdul Gafur Hali
Composição

Letra

মনের বাগানে ফুটিলো ফুল রে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
মনের বাগানে ফুটিলো ফুল রে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
পিরিতের এত জ্বালা, বন্ধুয়া না জানে রে
পিরিতের এত জ্বালা, বন্ধুয়া না জানে রে
বনের পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছে রে
প্রেমিক ছাড়া মনের কথা রে
প্রেমিক ছাড়া মনের কথা রে
সকলে তো বোঝে না
ফুলের মধু খাইলো না
মনের বাগানে ফুটিলো ফুল রে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
মাঝি থাকিলে কূলেতে বসিয়া ভাটায় নৌকা চলে না
মাঝি থাকিলে কূলেতে বসিয়া ভাটায় নৌকা চলে না
প্রেমের সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটে না
নারীর যৌবন জোয়ারের পানি রে
নারীর যৌবন জোয়ারের পানি রে
আজ আছে, কাল থাকে না
চিরজীবন থাকে না
মনের বাগানে ফুটিলো ফুল রে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
মনের বাগানে ফুটিলো ফুল রে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
Written by: Abdul Gafur Hali, Habib Wahid
instagramSharePathic_arrow_out

Loading...