Créditos

INTERPRETAÇÃO
Suchitra Mitra
Suchitra Mitra
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composição

Letra

পুরানো জানিয়া চেয়ো না, চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে
তোমার আধেক আঁখির কোণে
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো
সেই শুভ নিমেষেই
জীর্ণ কিছুই নেই নেই কিছু নেই নেই
ফেলে দিই পুরাতনে
আপনারে দেয় দেয় গো ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি
ত্যাগরসে উচ্ছলি
মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি
বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে
তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর
আমায় লেগেছে
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর
তোমার প্রেমে যে লেগেছে আমায়
মোর দানে নেই দীনতার লেশ
যত নেবে তুমি না না না পাবে শেষ
মোর দানে নেই দীনতার লেশ
যত নেবে তুমি না না না পাবে শেষ
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে
পুরানো জানিয়া চেয়ো না, চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে
তোমার আধেক আঁখির কোণে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...