Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Shreya Guhathakurta
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
নাচ শ্যামা, তালে তালে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
তালে তালে, তালে তালে, তালে তালে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর
মৃদু মৃদু মধু উঠে গীতসুর
রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর
মৃদু মৃদু মধু উঠে গীতসুর
বলয়ে বলয়ে বাজে ঝিনি ঝিনি
তালে তালে উঠে করতালিধ্বনি
নাচ শ্যামা, নাচ তবে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
তালে তালে, তালে তালে, তালে তালে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
নিরালয় তোর বনের মাঝে
সেথা কি এমন নূপুর বাজে
নিরালয় তোর বনের মাঝে
সেথা কি এমন নূপুর বাজে
এমন মধুর গান, এমন মধুর তান
কমলকরের করতালি হেন দেখিতে পেতিস কবে
নাচ শ্যামা, নাচ তবে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
তালে তালে, তালে তালে, তালে তালে, তালে
নাচ শ্যামা, তালে তালে, তালে
Written by: Rabindranath Tagore


