Créditos
INTERPRETAÇÃO
Shreya Guhathakurta
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল
এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতি স্রোতের প্লাবণে
এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতি স্রোতের প্লাবণে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণি
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণি
বহি তব সম্মান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
Written by: Rabindranath Tagore

