Créditos
INTERPRETAÇÃO
Hemanta Mukherjee
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Nachiketa Ghosh
Composição
Gauri Prasanna Mazumder
Composição
Letra
ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে, পাথর ভাঙ
(ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে, পাথর ভাঙ)
ভাঙ কপাট, ভাঙ বিষাদ, ভাঙরে ভয়, জিত শ বার
(ভাঙ কপাট, ভাঙ বিষাদ, ভাঙরে ভয় জিত শ বার)
ভাঙ আঁধার, অন্তরে আন ডেকে আলোর জোয়ার
(ভাঙ আঁধার, অন্তরে আন ডেকে আলোর জোয়ার)
সম্মুখে ঘুমভাঙা ওই রাঙা নতুন দিন
(সম্মুখে ঘুমভাঙা ওই রাঙা নতুন দিন)
শক্তিরে চিনব আজ, সাধব, ভাই, যা কঠিন
(শক্তিরে চিনব আজ, সাধব, ভাই, যা কঠিন)
ভাঙ রে, কঠোর হাতে বজ্র হানি (ভাঙ)
ভাঙ রে, অলস সুখ-ঘুমের গ্লানি (ভাঙ-ভাঙ)
ভাঙ রে
(ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে, পাথর ভাঙ
ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে, পাথর ভাঙ
ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে, পাথর ভাঙ)
ভাঙ, ভাঙ, ভাঙ রে, ভাঙ
অশ্রু নয় (অশ্রু নয়), কান্না নয় (কান্না নয়)
সম্মুখে সূর্যোদয় (সূর্যোদয়)
অন্ধকার, দ্বন্দ্বভার ঘুচলো আজ
নাই রে ভয় (নাই রে ভয়, নাই রে ভয়)
(অশ্রু নয়, কান্না নয়, সম্মুখে সূর্যোদয়
অন্ধকার, দ্বন্দ্বভার ঘুচলো আজ নাই রে ভয়
কোনদিকে দগ্ধ প্রাণ আজ হলো স্বর্ণময়
অশ্রু নয়, কান্না নয়, সম্মুখে সূর্যোদয়, সূর্যোদয়)
ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে (সূর্যোদয়, সূর্যোদয়)
পাথর ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে (সূর্যোদয়, সূর্যোদয়)
পাথর ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে
পাথর ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে
পাথর ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে
পাথর ভাঙ রে, ভাঙ রে, ভাঙ-ভাঙ রে
Written by: Gauri Prasanna Mazumder, Nachiketa Ghosh