Créditos
INTERPRETAÇÃO
Amala Das
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
ওই রে তরী দিল খুলে
তোর বোঝা কে নেবে তুলে
ওই রে তরী দিল খুলে
সামনে যখন যাবি ওরে
থাক না পিছন পিছে পড়ে
সামনে যখন যাবি ওরে
থাক না পিছন পিছে পড়ে
পিঠে তারে বইতে গেলে
পিঠে তারে বইতে গেলে
থাকবি পড়ে রইবি কূলে
ওই রে তরি দিল খুলে
তোর বোঝা কে নেবে তুলে
ওই রে তরী দিল খুলে
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে
ডাক রে আবার মাঝিরে ডাক
বোঝা তোমার যাক ভেসে যাক
ডাক রে আবার মাঝিরে ডাক
বোঝা তোমার যাক ভেসে যাক
জীবনখানি উজাড় করে
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণমূলে
ওই রে তরী দিল খুলে
তোর বোঝা কে নেবে তুলে
ওই রে তরী দিল খুলে
Written by: Rabindranath Tagore