Créditos
INTERPRETAÇÃO
Bappa Mojumder
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Enamul Karim Nirjhar
Composição
Letra
ক্রীতদাস ক্রীতদাসই, মুখে হাসি, বেচারার পরিণাম
ক্রীতদাস ক্রীতদাসই, মুখে হাসি, বেচারার পরিণাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে
আয়না চায় না, সামনে দাঁড়িয়ে রয় বোকা বোকা চেহারার সংসার
আয়না চায় না, সামনে দাঁড়িয়ে রয় বোকা বোকা চেহারার সংসার
স্বচ্ছ জবাব নেই, নাটকের দৃশ্যে ঢং কার
স্বচ্ছ জবাব নেই, নাটকের দৃশ্যে ঢং কার
জড়তার সুযোগে দরদাম ঠিকঠাক গম্ভীর
হাসিমুখ মরদেহ চেয়ে আছে চারপাশে কম ভীড়
জড়তার সুযোগে দরদাম ঠিকঠাক গম্ভীর
হাসিমুখ মরদেহ চেয়ে আছে চারপাশে কম ভীড়
ফলাফল চোখে জল, মুছবে কি মুছবে না ভাবতে ভাবতে যায় ঘন্টা
ফলাফল চোখে জল, মুছবে কি মুছবে না ভাবতে ভাবতে যায় ঘন্টা
কিছু কিছু কৌশল শিক্ষাদীক্ষা চায় মনটা
কিছু কিছু কৌশল শিক্ষাদীক্ষা চায় মনটা
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে
ক্রীতদাস ক্রীতদাসই, মুখে হাসি, বেচারার পরিণাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
বুঝতে পারে না কেউ, বুঝবে না কোনোদিন তার দাম
Written by: Enamul Karim Nirjhar