Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Arena Mukherjee
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাঁধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাঁধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে
সুরহারা প্রাণ বিষম বাঁধা সেই তো আঁধি সেই তো ধাঁধা
গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে তব বন্ধন যাক টুটে গানে গানে
Written by: Rabindranath Tagore


