Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Kabir Suman
Kabir Suman
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Kabir Suman
Kabir Suman
Composição

Letra

টাকার কথা, টাকার কথা
কথার কথা মোটেও নয়
টাকার ট্যাঁকে মানুষ পোড়া
খুচরো মানুষ খরচ হয়, খরচ হয়
টাকার কথা, টাকার কথা
কথার কথা মোটেও নয়
টাকার ট্যাঁকে মানুষ পোড়া
খুচরো মানুষ খরচ হয়, খরচ হয়
তন্ত্রে টাকা, মন্ত্রে টাকা
যন্ত্রে টাকা আওয়াজ করে
টাকার জন্য মানুষ বাঁচে
টাকার জন্য মানুষ মরে
বন্ধু টাকা, শত্রু টাকা
টাকাই প্রভু, টাকাই চ্যালা
ব্যাটেও টাকা, বলেও টাকা
সবই হলো টাকার খেলা
উঠতে টাকা, বসতে টাকা
টাকাই হলো ঘুমের বড়ি
টাকার খাটে, টাকার ঘুমে
স্বপ্নে দেখা টাকাকড়ি, টাকাকড়ি
উঠতে টাকা, বসতে টাকা
টাকাই হলো ঘুমের বড়ি
টাকার খাটে, টাকার ঘুমে
স্বপ্নে দেখা টাকাকড়ি, টাকাকড়ি
টাকার পিরিত, টাকার সোহাগ
টাকার জন্য আলিঙ্গন
টাকায় কেনা টাকার লীলা
টাকাই নাকি বৃন্দাবন
টাকার জন্য ফন্দিফিকির
টাকার জন্য মানুষ খুন
রক্তমাখা টাকাই নাকি
টাকায় বাড়ে একশোগুণ
প্রশ্ন শুধু কোন গুণে হয়
কোন প্রাণিটার মানুষ নাম
উত্তর দেয়, হয়তো রক্ত
হয়তো অশ্রু, হয়তো ঘাম, মানুষ নাম
প্রশ্ন শুধু কোন গুণে হয়
কোন প্রাণিটার মানুষ নাম
উত্তর দেয়, হয়তো রক্ত
হয়তো অশ্রু, হয়তো ঘাম, মানুষ নাম
Written by: Kabir Suman
instagramSharePathic_arrow_out

Loading...