Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Minar Rahman
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Emon Chowdhury
Composição
Robiul Islam Jibon
Composição
Letra
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
তোমাকে না পাওয়ার শোকে
পাথর বেঁধেছি এই বুকে
যাইনি ফিরে আমিও
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
তোমাকে না পাওয়ার শোকে
পাথর বেঁধেছি এই বুকে
যাইনি ফিরে আমিও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
মনে হয় হঠাৎ তুমি
আসবে আবার এই পথে
আরেকটা বার চাইছি আমি
তোমার মনে জোছনা হতে
উড়ে গেল কত মেঘ
যায়নি ছোঁয়া কোন আবেগ
বৃষ্টি হয়ে নামিও
ভুল আকাশে মেলে ডানা
খুঁজেছি তোমার ঠিকানা
জানে অন্তর্যামীও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনা তে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
Written by: Emon Chowdhury, Robiul Islam Jibon


