Créditos
INTERPRETAÇÃO
Kazi Shuvo
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Tanvir Tareq
Composição
Jahid Akbor
Composição
Letra
মেঘ হয়ে যাবো যদি দুঃখ দাও
নদী হয়ে যাবো যদি আরও কাঁদাও
আকাশ হয়ে যাবো যদি দূরে রও
শূন্য হয়ে যাবো যদি তুমি হারাও
ঝরা পাতা হয়ে যাবো যদি ভুলে যাও
এত অচেনা হবো আমি যেন খুঁজে না পাও
ঝরা পাতা হয়ে যাবো যদি ভুলে যাও
এত অচেনা হবো আমি যেন খুঁজে না পাও
শূন্য হয়ে যাবো যদি তুমি হারাও
খসে পড়া তারা হবো যদি মুছে দাও
এত যাতনা দিয়ে কেন এই আমাকে পোড়াও?
খসে পড়া তারা হবো যদি মুছে দাও
এত যাতনা দিয়ে কেন এই আমাকে পোড়াও?
আকাশ হয়ে যাবো যদি দূরে রও
শূন্য হয়ে যাবো যদি তুমি হারাও
মেঘ হয়ে যাবো যদি দুঃখ দাও
নদী হয়ে যাবো যদি আরও কাঁদাও
Written by: Jahid Akbor, Tanvir Tareq

