Créditos

INTERPRETAÇÃO
AvoidRafa
AvoidRafa
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Polli Geeti
Polli Geeti
Composição

Letra

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ওহো মন রে, ঘুণে করল জরজর
আহা মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ওহো মন রে, ঘুণে করল জরজর
ও আমি কী করে বাস করিব এই ঘরে রে
হায় রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে, তুই সে আমার মন
তিন তক্তার এই নৌকাখানি
ওহো মন রে, গাঙে গাঙে চুয়ায় পানি
আহা মন রে, তিন তক্তার এই নৌকাখানি
ওহো মন রে, গাঙে গাঙে চুয়ায় পানি
ও আমি কী করে সেঁচিব নৌকার পানি রে
হায় রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে, তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ওহো মন রে, স্বপ্ন দেইখা রইলি পড়ে
আহা মন রে, আসি রাইতে ভবের মাঝারে
ওহো মন রে, স্বপ্ন দেইখা রইলি ভুলে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায় রে, তুই সে আমার মন
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ওহো মন রে, ঘুণে করল জরজর
আহা মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ওহো মন রে, ঘুণে করল জরজর
ও আমি কী করে বাস করিব এই ঘরে রে
হায় রে, তুই সে আমার মন
Written by: Polli Geeti
instagramSharePathic_arrow_out