Vídeo da música

Créditos

PERFORMING ARTISTS
Atif Ahmed Niloy
Atif Ahmed Niloy
Performer
COMPOSITION & LYRICS
Din Islam Sharuk
Din Islam Sharuk
Composer
Johurul Islam Joni
Johurul Islam Joni
Songwriter

Letra

কার বাসরে ঘুমাও, বন্ধু, কার জন্যে বউ সাজো? আমারে না খুন করিয়া কার বাসরে আছো? কার বাসরে ঘুমাও, বন্ধু, কার জন্যে বউ সাজো? আমারে না খুন করিয়া কার বাসরে আছো? আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল? তবে কেন তোমার সাথে হইলো না মোর মিল? আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল? তবে কেন তোমার সাথে হইলো না মোর মিল? তবে কেন তোমার সাথে হইলো না মোর মিল? এইদিক-সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে এইদিক-সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে কেমন করে অন্যের ঘরে অন্যেরই বাসরে থাকবে তুমি পরের খাটে, আমি নেশার ঘরে থাকবে তুমি পরের খাটে, আমি নেশার ঘরে সাক্ষী ছিল আসমান-জমিন, ছিল চন্দ্র-তারা বলেছিলে বাঁচবে না হায় তুমি আমায় ছাড়া সাক্ষী ছিল আসমান-জমিন, ছিল চন্দ্র-তারা বলেছিলে বাঁচবে না হায় তুমি আমায় ছাড়া আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল? তবে কেন তোমার সাথে হইলো না মোর মিল? তবে কেন তোমার সাথে হইলো না মোর মিল?
Writer(s): Din Islam Sharuk, Johurul Islam Joni Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out