Créditos

INTERPRETAÇÃO
Soumitra Chattopadhyay
Soumitra Chattopadhyay
Vocais principais
Prabuddha Raha
Prabuddha Raha
Interpretação
Pubali Debnath
Pubali Debnath
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
Produção
Gopa Roy
Gopa Roy
Produção

Letra

প্রাণে গান নাই
প্রাণে গান নাই
মিছে তাই ফিরিনু যে
বাঁশিতে সে গান খুঁজে
প্রেমেরে বিদায় করে দেশান্তরে
বেলা যায় কারে পূজে
প্রাণে গান নাই
বনে তোর লাগাস আগুন
তবে ফাগুন কিসের তরে
বনে তোর লাগাস আগুন
তবে ফাগুন কিসের তরে
বৃথা তোর ভস্ম-'পরে
বৃথা তোর ভস্ম-'পরে
মরিস যুঝে
প্রাণে গান নাই
ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি
কী লাগি ফিরিস পথে দিবারাতি
ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি
কী লাগি ফিরিস পথে দিবারাতি
যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝরে
যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝরে
তাহারে কে পায় ওরে
তাহারে কে পায় ওরে
নয়ন বুজে?
প্রাণে গান নাই
প্রাণে গান নাই
মিছে তাই ফিরিনু যে
বাঁশিতে সে গান খুঁজে
প্রেমেরে বিদায় করে দেশান্তরে
বেলা যায় কারে পূজে
প্রাণে গান নাই
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...