Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Arman Alif
Arman Alif
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Arman Alif
Arman Alif
Composição
Shahriar Rafat
Shahriar Rafat
Composição

Letra

তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা
ডায়েরির ভাঁজে ওই যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ, তার খবর কি রাখিস
তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা
ডায়েরির ভাঁজে ওই যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ, তার খবর কি রাখিস
যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা
সেই খাঁচাটা ছাইড়া যাইতেও কষ্ট পাইলি না
যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি
সেই ছেলেটাই একলা কাঁদে, ফিরাও দেখলি না
উইড়া গেলি, ভুইলা গেলি, ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা, ভুলতে পারি না
ভুলতে পারি না রে, বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে, ভুলতে পারি না
কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে
সে কি তোরে আমার চেয়েও বেশি হাসায় রে
কার মুখটা আমার চেয়েও বেশি মায়ায় বাঁধে
তুই কাঁদলে সে মুখটাও কি তোর সাথেই কাঁদে
যেই আকাশে আমার সাথে তারা তুই গুনতি
সেই আকাশে মেঘ জমাইতেও একবার না ভাবলি
যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা
সেই শহরে ধুলো জমে, ফিরাও দেখলি না
উইড়া গেলি, ভুইলা গেলি, ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা, ভুলতে পারি না
ভুলতে পারি না রে, বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে, ভুলতে পারি না
আমি নাহয় স্পষ্টভাবে নষ্ট হয়েছি
তুই তো খুব ভালো মেয়ে, দিলি কেন ফাঁকি
কই হারালি কার অভিনয়ের ছলে
তিন সত্যির পরেও আমি মিথ্যা ছিলাম রে
ডায়েরির পাতায় জমছে ধুলো, জমতে থাকুক না
আমার দেওয়া গোলাপটা তুই নষ্ট করিস না
অতীত হলাম, নতুন এলো তোর বারান্দায়
তোর মতো তো নই রে আমি, কষ্ট জমে তাই
উইড়া গেলি, ভুইলা গেলি, ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা, ভুলতে পারি না
ভুলতে পারি না রে, বেঈমান, ভুলতে পারি না
তোর মুখটা মায়া জানে, ভুলতে পারি না
Written by: Arman Alif, Shahriar Rafat
instagramSharePathic_arrow_out

Loading...