Letra

বল খুঁজি তোকে আর কীসে (কীসে) তুই জলে বাতাসে মিশে (মিশে, মিশে) জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন ভিড় এড়িয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে তুই বিনে আর এ মন পারে না দিনরাতই তাই বুনেছি আশা, দে সরিয়ে সব কুয়াশা মন জমিতে প্রেম শামিয়ানা জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন বল খুঁজি তোকে আর কীসে তুই জলে বাতাসে মিশে জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন কত কী বলতে বাকি, কতটা চলতে বাকি তোর চোখের চাওনিতে বুক কতটা গলতে বাকি কত কী বলতে বাকি, কতটা চলতে বাকি তোর চোখের চাওনিতে বুক কতটা গলতে বাকি তোকে পেতে সব হারাতে যাবো নীলচে নির্বাসন তোকে পেতে সব হারাতে যাবো নীলচে নির্বাসন জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেমসাগরে চল কুড়োই মুক্তো ঝিনুক দু'জনে আলতো করে চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেমসাগরে চল কুড়োই মুক্তো ঝিনুক দু'জনে আলতো করে তোর টানে মনবাগানে ফুল ফুটবে আজীবন তোর টানে মনবাগানে ফুল ফুটবে আজীবন জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন বল খুঁজি তোকে আর কীসে (কীসে) তুই জলে বাতাসে মিশে (মিশে) জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন জানে মন, তুই জীবন
Writer(s): Jeet Gannguli, Prasen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out