Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Syed Hasanur Rahman
Syed Hasanur Rahman
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Prince Mahmood
Prince Mahmood
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Syed Hasanur Rahman
Syed Hasanur Rahman
Produção

Letra

যাই চলো
এ কোলাহল ছেড়ে
যাই চলো
এখানে মনের কথা যায় কি বলা, তুমি বলো?
যাই চলো
নরম ঘাসের কাছে
কোলাহলে যায় মনের কথা কি, বলো?
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
নিবিড় করে পাব তোমায়
বলবে, "ভালোবাসি"
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
কোনো স্নিগ্ধ শ্যামল ছায়ায়
বলো না, "ভালোবাসি"
কথা হবে চোখে চোখে
স্বপ্নিক আহ্বানে
গোধূলির মতো নিষ্পাপ
সেই চাওয়া
আকাশে পৌঁছে দেবো ভালোলাগা
অনুভবের এই প্রগাঢ়তায়
আকাশে পৌঁছে দেবো ভালোলাগা
অনুভবের এই প্রগাঢ়তায়
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
নিবিড় করে পাব তোমায়
বলবে, "ভালোবাসি"
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
কোনো স্নিগ্ধ শ্যামল ছায়ায়
বলো না, "ভালোবাসি"
যাই চলো
এ কোলাহল ছেড়ে
যাই চলো
এখানে মনের কথা যায় কি বলা, তুমি বলো?
যাই চলো
নরম ঘাসের কাছে
কোলাহলে যায় মনের কথা কি, বলো?
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
নিবিড় করে পাব তোমায়
বলবে, "ভালোবাসি"
আরো দূরে চলো না যাই
দু'জনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়
বলো না, "ভালোবাসি"
Written by: Prince Mahmood
instagramSharePathic_arrow_out

Loading...