Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Debabrata Biswas
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
মোর সাথে ছিল দুখের ফলের ভার
অশ্রুর রসে ভরা, রসে রসে ভরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
মোর সাথে ছিল দুখের ফলের ভার
অশ্রুর রসে ভরা, রসে রসে ভরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
মুখপানে তার চাহিলাম, মরি মরি
নিদয়া সে মনোহরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
মুখপানে তার চাহিলাম, মরি মরি
নিদয়া সে মনোহরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
সে লইল মোর ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে
সে লইল মোর ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে
"মোর হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
"মোর হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে
ফুলগুলি সব ঝরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
সে লইল মোর ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে
সে লইল মোর ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে
"মোর হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
"মোর হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে
ফুলগুলি সব ঝরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসো, এসো, এসো-না বদল করি"
মুখপানে তার চাহিলাম, মরি মরি
নিদয়া সে মনোহরা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা, রঙে রঙে রঙ-করা
তার হাতে ছিল
Written by: Rabindranath Tagore


