Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Debabrata Biswas
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে
এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে
এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে
একা চলি গেলে তোমার সোনার রথে
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে
একা চলি গেলে তোমার সোনার রথে
বারেক থামিয়া মোর বাতায়নপানে
বারেক থামিয়া মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে
এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে
এসেছিলে আজ প্রাতে
স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে
ঘরের আঁধার নেচেছিল কী আনন্দে
ধুলায় লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে
স্বপন আমার ভরেছিল কোন গন্ধে
ঘরের আঁধার নেচেছিল কী আনন্দে
ধুলায় লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে
কতবার আমি ভেবেছিনু উঠি উঠি
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি
কতবার আমি ভেবেছিনু উঠি উঠি
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি
উঠিনু যখন তখন গিয়াছ চলে
উঠিনু যখন তখন গিয়াছ চলে
দেখা বুঝি আর হল না তোমার সাথে
এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে
এসেছিলে আজ প্রাতে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
Written by: Rabindranath Tagore


