Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Debabrata Biswas
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
তোমাদের দান যশের ডালায়
সব শেষ সঞ্চয় আমার
নিতে মনে লাগে ভয়
নিতে মনে লাগে ভয়
তোমাদের দান যশের ডালায়
সব শেষ সঞ্চয় আমার
নিতে মনে লাগে ভয়
এই রূপলোকে কবে এসেছিনু রাতে
গেঁথেছিনু মালা ঝরে পড়া পারিজাতে
এই রূপলোকে কবে এসেছিনু রাতে
গেঁথেছিনু মালা ঝরে পড়া পারিজাতে
আঁধারে অন্ধ এ যে গাঁথা তারি হাতে
কী দিল এ পরিচয়
নিতে মনে লাগে ভয়
নিতে মনে লাগে ভয়
তোমাদের দান যশের ডালায়
সব শেষ সঞ্চয় আমার
নিতে মনে লাগে ভয়
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল ঝরিয়া পড়িবে কবে
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে
এ আদর যদি লজ্জার পরাভবে
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয়
নিতে মনে লাগে ভয়
নিতে মনে লাগে ভয়
তোমাদের দান যশের ডালায়
সব শেষ সঞ্চয় আমার
নিতে মনে লাগে ভয়
Written by: Rabindranath Tagore