Vídeo da música

Apresentado no

Créditos

PERFORMING ARTISTS
Minar Rahman
Minar Rahman
Performer
COMPOSITION & LYRICS
Amit Chatterjee
Amit Chatterjee
Composer
H. M. Ripon
H. M. Ripon
Songwriter

Letra

তোমার স্মৃতির মায়ায় ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য তোমার শিরোনামে তোমার স্মৃতির মায়ায় ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য তোমার শিরোনামে কলমের যত কালি লিখে যাবে কবিতা হৃদয়ের album-এ সাজিয়ে নেবো ছবিটা তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign রাতের আঁধারে lamppost-এ ধরবো গিটারের সুর অপেক্ষার প্রহর গুনে যাবো যেতে যেতে বহুদূর তোমার জন্য বেলা-অবেলায় করবো পাগলামি তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign শহরের এই ধুলোবালি মেখে বৃষ্টির অপেক্ষায় তুমি মেঘ জমে থাকো, দাও না বৃষ্টি আমায় তোমার জন্য বেলা-অবেলায় করবো পাগলামি তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign তোমার স্মৃতির মায়ায় ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য তোমার শিরোনামে তোমার স্মৃতির মায়ায় ভাসবো না ভেবে লিখবো আমি কাব্য তোমার শিরোনামে কলমের যত কালি লিখে যাবে কবিতা হৃদয়ের album-এ সাজিয়ে নেবো ছবিটা তুমি চাইলে হতে পারো জীবনের headline নির্দ্বিধায় করতে পারো হৃদয়ের stamp-এ sign
Writer(s): Amit Chatterjee, H. M. Ripon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out