Créditos
INTERPRETAÇÃO
Sarbajit Ghosh
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindra Nath Tagore
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Rabindranath Tagore
Produção
Letra
তোমার হল শুরু
আমার হল সারা
তোমার হল শুরু
আমার হল সারা
তোমায় আমায় মিলে
এমনি বহে ধারা
তোমার হল শুরু
আমার হল সারা
তোমার জ্বলে বাতি
তোমার ঘরে সাথি
আমার তরে রাতি
আমার তরে তারা
তোমার হল শুরু
আমার হল সারা
তোমার আছে ডাঙা
আমার আছে জল
তোমার বসে থাকা
আমার চলাচল
তোমার আছে ডাঙা
আমার আছে জল
তোমার বসে থাকা
আমার চলাচল
তোমার হাতে রয়
আমার হাতে ক্ষয়
তোমার মনে ভয়
আমার ভয় হারা
তোমার হল শুরু
আমার হল সারা
তোমায় আমায় মিলে
এমনি বহে ধারা
তোমার হল শুরু
আমার হল সারা
Written by: Rabindranath Tagore

