Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Nasir
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Nasir
Composição
Mannan Mohammad
Composição
Delowar Arjuda Sharaf
Composição
Letra
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা
আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা
আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
তুমি আমার জীবনসাথী, চিরদিন করি এই বিশ্বাস
তোমাকে না দেখলে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
তুমি আমার জীবনসাথী, চিরদিন করি এই বিশ্বাস
তোমাকে না দেখলে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
শুধু তোমার প্রেমের মাঝে সারাক্ষণ থাকে মন মুগ্ধ
হৃদয়ে না রাখলে কষ্ট এ বুকে করে যুদ্ধ
শুধু তোমার প্রেমের মাঝে সারাক্ষণ থাকে মন মুগ্ধ
হৃদয়ে না রাখলে কষ্ট এ বুকে করে যুদ্ধ
আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মন্দিরে আরতি, গির্জায় আরাধনা
মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা
আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
Written by: Delowar Arjuda Sharaf, Jamal Uddin Nasir, Mannan Mohammad


