Créditos

INTERPRETAÇÃO
Gouri Ghosh
Gouri Ghosh
Interpretação
Jayita Das Gupta
Jayita Das Gupta
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Gouri Ghosh
Gouri Ghosh
Composição
Jayita Das Gupta
Jayita Das Gupta
Composição
Subho Dasgupta
Subho Dasgupta
Letra

Letra

শরীরে করেই এনেছিলাম এ বিশ্বে তোকে
বুকের মাঝে রেখেছিলাম শান্তনাময় শ্লোকে
বাহির বিশ্বে ছুটে বেরাস বিশ্ব ভরা ভয়
সেই ভয়কে দুহাত দিয়ে করতে হবে জয়
তোর জন্য এ জীবনটা বাজি রাখতে রাজি
তোর জন্য স্বপ্ন সাজাই স্বপ্নে ভরা সাজি
সকল বিশ্ব খুব ঠিক নয় তোমার জন্য মেয়ে
ব্যগ্র কাতর তাকিয়ে রই তোমার দিকে চেয়ে
নানান রকম নখ আর দাত কামড়ে যাওয়ার জন্যে
এগিয়ে আসে পরান পুতুল কন্যে
মায়ের আশীষ, মায়ের আদর,মায়ের সকল যত্ন
তোমার জন্য, তোমার জন্য, তুমি বুকের রত্ন
পুরুষ বিশ্ব challenge জানায় কন্যা তোমার দিকে
লড়াই দিও, এগিয়ে যেও জয়ের দিক বিদিকে
যেমন দেখো পৃথিবীটাকে, পৃথিবী ঠিক ততটা নয় সোজা
এই তো শুরু, এখন থেকে শুরু আমার খোঁজা
কি খুঁজবি কি? কোথায় খুঁজবি? ভুলেই ভরা দেশ
তা বেশ তো মা, এই দেশেতেই হবো নিরুদ্দেশ
নিরুদ্দেশে যায় কি বোকা ঠিকানা ঠিক চাই
গড় ঠিকানা, হারিয়ে যাবো, দারুণ যাচ্ছে তাই
কোথায় যাবি? তল কি পাবি স্বপ্নকে ভুল মেয়ে
নৌকা বেয়ে আমায় নিতে আসছে আমার নে
কে কার নে? কে কার নৌকো? কিচ্ছু জানিস না রে
হারিয়ে গেলাম তেপান্তরে, হারে রে রে হারে
ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দিবি নাকি
ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি
হারাস নারে চাবি নিজের, নিজেকে রাখ ধরে
ধরবো কেনো, ডুব দেবো মা, ভীষণ জ্বরের ঘোরে
জ্বর ভালো নয় সুস্থ চোখে বিশ্ব জীবন দেখো
দিন রাত্রির জ্ঞানের কথা সত্যি ভালো নাকো
নিজের ভালো নিজের মন্দ কিছুই বুঝিস কিরে?
স্বপ্নে যাই মা, ডুব দি গিয়ে, আবার আসব ফিরে
ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকি পাবে
স্বপ্ন গুলো ছিঁড়ে খাচ্ছে, স্বপ্ন ছিঁড়ে খাবে
কষ্ট পাবে এসব স্বপ্ন কষ্ট দিয়ে শোধ
স্বপ্ন ছিঁড়ে জাগাও কেনো অদ্ভুদ এই বোধ
বোধ কোথায় রে? বোধের কি জীবন স্বপ্ন নয়
কষ্ট কেনো পাচ্ছো মাগো? পাচ্ছো ভীষণ ভয়
কষ্ট পাচ্ছি মেয়েরা খুব অনেক জীবন আগে
আমার জীবন আমারই থাক অনুরাগ আর রাগে
পরম্পরায় শিকল গীত, কেবল আসছে উড়ে
আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে যাক উড়ে
কষ্ট পাবে সহ্য কি হয়? মায়ের মনে তা কষ্টে দুঃখে ভালোবাসায়, জীবন চিনব মা
Written by: Gouri Ghosh, Jayita Das Gupta, Krishna Basu, Subho Dasgupta
instagramSharePathic_arrow_out

Loading...