Vídeo da música

Créditos

COMPOSITION & LYRICS
Amit Hasan Eather
Amit Hasan Eather
Songwriter
Ishmam Inteser Majid
Ishmam Inteser Majid
Songwriter

Letra

না হয় একটা মিথ্যে বলেছি তাতে এমন কি হয়েছে নিস্পাপ কিছু স্বপ্ন ভেঙ্গেছে যেটা সত্যি বললেও ভেঙ্গে যেত না হয় একটা গোলাপ কিনেছি তাতে এমন কি হয়েছে ছয়টি ঋতুর আকাশ আর চেনা আছে যত পথ সবকিছু তুমিময় হয়েছে আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই না হয় একটু মুচকি হেসেছো তাতে এমন কি হয়েছে শরীরের যত কোষ আর রক্তের যত কণা সবকিছুতেই মিশে গিয়েছে না হয় তুমি চলেই গিয়েছো তাতে এমন কি হয়েছে সময়ে যা পরাধীন ছিলো তোমার দেয়ালে বন্দী সময়টা আজ থেমেই গিয়েছে আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই আজ কোথায় তুমি নেই
Writer(s): Amit Hasan Eather, Ishmam Inteser Majid Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out