Letra

জাগো পিয়া, আর ঘুমাইয়ো না জাগো পিয়া, আর ঘুমাইয়ো না নিশি-স্বপন ভোলো-ভোলো নিশি-স্বপন ভোলো-ভোলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না জাগো পিয়া, আর ঘুমাইয়ো না জাগো পিয়া, আর ঘুমাইয়ো না নিশি-স্বপন ভোলো-ভোলো নিশি-স্বপন ভোলো-ভোলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না রবির স্বপন দেখ আলোর ছটা মাখো মনের দুয়ার খোলো-খোলো মনের দুয়ার খোলো-খোলো জাগো পিয়া জাগো পিয়া, আর ঘুমাইয়ো না নিশি-স্বপন ভোলো-ভোলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না গতকালের কথাগুলো পেছন ফেলে চলো রবির কিরণ চোখে মাখিয়ে নতুন আগুনে জ্বলো সামনে আসে নতুন দিনের আগমনী বলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না হৃদয়ে সুর তোলো জাগো পিয়া, জাগো পিয়া জাগো পিয়া, জাগো পিয়া জাগো পিয়া, জাগো পিয়া জাগো পিয়া, জাগো পিয়া সামনে আসে নতুন দিনের আগমনী বলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না হৃদয়ে সুর তোলো জাগো পিয়া, জাগো পিয়া জাগো পিয়া, জাগো পিয়া জাগো পিয়া, আর ঘুমাইয়ো না নিশি-স্বপন ভোলো-ভোলো জাগো পিয়া, আর ঘুমাইয়ো না নিশি-স্বপন ভোলো-ভোলো জাগো পিয়া, জাগো পিয়া (জাগো-জাগো রে, জাগো) জাগো পিয়া (জাগো-জাগো রে, জাগো) জাগো পিয়া (জাগো-জাগো রে, জাগো) জাগো পিয়া
Writer(s): Armeen Musa Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out