Créditos

INTERPRETAÇÃO
Rupak Tiary
Rupak Tiary
Interpretação
Jhonti Chakraborty
Jhonti Chakraborty
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Jhonti Chakraborty
Jhonti Chakraborty
Composição

Letra

যাও ভুলে যাও
সেই আলগা চোখে প্রেম বুঝানোর মানে
পাও সুখ পাও সত্যিগুলো ঢেকে অভিমানে
ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো
নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে
আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে
বারে বারে ভুল বুঝেছি
তোমার চোখের ভাষায়
যা আমি নই তা হতে চাই
প্রেমিক হবার আসায়
ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো
নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
Written by: Jhonti Chakraborty
instagramSharePathic_arrow_out

Loading...