Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
The Platform Live
Interpretação
Artcell
Interpretação
COMPOSIÇÃO E LETRA
G Series
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Nadeem A. Salam
Produção
Letra
আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহ্বান
আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহ্বান
আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহ্বান
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহ্বান
Written by: G Series


![Assista a Artcell - Poth Chola (পথ চলা) (Live at BUET) [4-11-2015] no YouTube Assista a Artcell - Poth Chola (পথ চলা) (Live at BUET) [4-11-2015] no YouTube](https://i.ytimg.com/vi/Oh_UYWX_bXY/maxresdefault.jpg)