Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Purabi Dutta
Vocais principais
Kazi Nazrul Islam
Direção musical
COMPOSIÇÃO E LETRA
Kazi Nazrul Islam
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Raga Music Communications Pvt Ltd
Produção
Letra
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
তব আঁখিজল, সে কি শুধু ছল
এ কি মরু হায় নয় জলধি
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
ওগো, কত জনমের কত সে কাঁদন
করে হাহাকার বুকেরই তলায়
কত নিরাশা, কত অভিমান
ফেনায়ে ওঠে গভীর ব্যথায়
মিলন হবে কোথা সে কবে
মিলন হবে কোথা সে কবে
কাঁদিছে সাগর স্মরিয়া নদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
Written by: Kazi Nazrul Islam
