Letra

কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাঁশির ঘুম, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন কোন ফাগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর হয়ে করো যে গুনগুন, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন ইচ্ছা করে তোমায় ধরে বন্দি করে রাখি একটি বারে হও না কন্যা আমার খাঁচার পাখি জীবন দিলাম, যৌবন দিলাম, নাই যে কিছু বাকি দিবানিশি তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই আমি এ কি তোমার প্রেমে হয়ে গেলাম খুন, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন দশ গেরামের মানুষ ডাইকা বলতে ইচ্ছা করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে এত পরে আইলা, কেন আগে আইলা না আমার মনের ঠিকানা কি খুঁইজা পাইলা না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি ঝরা বনে আনলা যে ফাগুন, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাঁশির ঘুম, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন কোন ফাগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর হয়ে করো যে গুনগুন, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন
Writer(s): Alauddin Ali, Gazi Mazharu Anwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out