Créditos
INTERPRETAÇÃO
Tahsan
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Tahsan Khan
Composição
Letra
হলদে পথের সলতে আলোয়
নিভু নিভু প্রায় বৃষ্টি-ফোঁটায়
হলদে পথের সলতে আলোয়
নিভু নিভু প্রায় বৃষ্টি-ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তোকে
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছে
নিরব স্মৃতি নিরন্তর বাজে
স্রোতের শেষে তুই একলা যাবি
ভয় পেয়ে তুই কেন পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে গিয়ে
ভুলের ভয়ে ভুলগুলোকে
ভালোবাসার আকার দিবি
ভালোবাসার আকার দিবি
ভালোবাসার আকার দিবি
হলদে পথের সলতে আলোয়
নিভু নিভু প্রায় বৃষ্টি-ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তোকে
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছে
নিরব স্মৃতি নিরন্তর বাজে
স্রোতের শেষে তুই একলা যাবি
ভয় পেয়ে তুই কেন পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে গিয়ে
ভুলের ভয়ে ভুলগুলোকে
ভালোবাসার আকার দিবি
ভালোবাসার আকার দিবি
ভালোবাসার আকার দিবি
Written by: Tahsan Khan