Créditos

INTERPRETAÇÃO
Anupam Roy
Anupam Roy
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Anupam Roy
Anupam Roy
Composição
PRODUÇÃO E ENGENHARIA
SVF
SVF
Produção

Letra

তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই Nemesis নামে
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
সব কিছু শেষ হয় সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে
আমি সেই মানুষটা নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে
ওই নক্ষত্রের ঝাঁকে
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই Nemesis নামে
Written by: Anupam Roy
instagramSharePathic_arrow_out

Loading...