Créditos
INTERPRETAÇÃO
Rifat Arefin Haque
Baixo elétrico
MD Amit Hasan Eather
Violão
Raiyan Amin Priyo
Violão
COMPOSIÇÃO E LETRA
MD Amit Hasan Eather
Composição
PRODUÇÃO E ENGENHARIA
MD Amit Hasan Eather
Produção
Letra
তোমাদের সব
হিসাবের পরেও আমার
কিছু কথা আছে
কেও কি শুনতে পাও?
যখন তা চিৎকার করে
তোমাদের সব
যুক্তির পরেও আমার
কিছু ব্যথা আছে
কেও কি শুনতে পাও?
যখন তা চিৎকার করে
তোমাদের সব
হিসাবের পরেও আমার
কিছু হিসাব আছে
কেও কি শুনতে পাও?
যখন তা চিৎকার করে
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরব অনুভুতি
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরব অভিমান
নিভৃতে
কোন ভাষা নেই বলার
কোথাও
নেই কেও নেই
এ অনন্ত অসীম পথে
যাচ্ছ একাই
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া
এই চিৎকার পৌছবেনা কোথাও
তোমাদের সব
অভীমানের পরেও আমার
কিছু অভীমান আছে
কেও কি দেখতে পাও?
যখন তা অভীমান করে
তোমাদের সব
যুক্তির পরেও আমার
কিছু অনুভুতি আছে
কেও কি শুনতে পাও?
যখন তা চিৎকার করে
তোমাদের সব
হিসাবের পরেও আমার
কিছু চিৎকার আছে
কেও কি শুনতে পাও?
যখন তা অনুভুতি করে
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরব অনুভুতি
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরব অভিমান
নিভৃতে
কোন ভাষা নেই বলার
কোথাও
নেই কেও নেই
এ অনন্ত অজানা পথে
যাচ্ছ একাই
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া
এই আওয়াজ যাবেনা কোথাও
কোথাও
নেই কেও নেই
এ অনন্ত অজানা পথে
যেতে হবে একাই
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া
এই চিৎকার পোছবেনা কোথাও
Written by: MD Amit Hasan Eather