Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Indrani Sen
Indrani Sen
Vocais principais
Sreya Guha Thakurta
Sreya Guha Thakurta
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Gopa Roy
Gopa Roy
Produção

Letra

আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে
আমার একটি কথা
ভরে রইল বুকের তলা
কারো কাছে হয় নি বলা
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে
আমার একটি কথা
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে
এমনি গেল সারা রাতি
পাই নি আমার জাগার সাথি
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে
আমার একটি কথা
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...