Créditos

INTERPRETAÇÃO
Bappa Mazumder
Bappa Mazumder
Interpretação
Fahmida Nabi
Fahmida Nabi
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Tomal Ahmed
Tomal Ahmed
Composição
Golam Morshed
Golam Morshed
Composição

Letra

তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি নীল-মেঘে ঢাকা
আকাশে ঝড়-তোলা ভোরে
আমার'ই মন ভাঙা ঘরে
রোদেলা দিন ফাগুন হবে?
তুমি কি নীল-মেঘে ঢাকা
আকাশে ঝড়-তোলা ভোরে
আমার'ই মন ভাঙা ঘরে
রোদেলা দিন ফাগুন হবে?
তুমি কি দেবে বাবুই পাখির
ঠোঁটে ঠোঁটে বোনা সুখের-
বসতি?
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি ভুল-বোঝা প্রহর
গানের'ই সুর ভুলা রাতে
আমার'ই বেদনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে?
তুমি কি ভুল-বোঝা প্রহর
গানের'ই সুর ভুলা রাতে
আমার'ই বেদনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে?
তুমি কি হবে অনেক আশার
মেঠো-পথে জ্বলা প্রদীপ-
জোনাকি?
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
Written by: Golam Morshed, Tomal Ahmed
instagramSharePathic_arrow_out

Loading...