Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Sajib Rana
Interpretação
Salma
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Swaraj Deb
Composição
Letra
মন আঁকাশে বৃষ্টি আসে
রৌদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয়
আধার কালোর খুনসুটি
ঝড়ের বেসে এলো কেসে
কাজল সে চোখ দুটি
দিল কঠিন কথার, ভিষন্নতার ছুটি
তারি সাথে খেলনাপাতে,
অযথা হাসাহাসি
হাজার বারন আরো কারন,
তবুও সে দারেই আসি
চলনা সুজন মিলে দুজন,
নিলয় আঁকাশে ভাসি
দেখুক লোকে এ দুচোখ,
তোর ঐ দুচোখের হাসি
চলনা সুজন হারায় দুজন,
বিনা দোষেই হোক ফাঁসি
দেখুক লোকে অবাক চোখে,
কতটা ভালবাসি।
চোরাবালির পিছু টানে,
বুঝিনা এ ভাষার মানে
অশান্ত মন,
কি উজাতন খোদা জানে
ঘরের কাজে সকাল সাঝে,
জিয়মিতির ভাঝে ভাঝে
কিসের ছায়া,
একোন মায়া বুঝিনাজে
ধীরে ধীরে চেনা ভীরে, অচেনা বারাবারি
অবুজ এ মন কি জালাতন,
এ কেমন আহাজারি
চলনা সুজন মিলে দুজন,
আরেকটু ভুল করি
দেখুক লোকে এ দুচোখে,
ছায়া যে শুধু তরি
চলনা সুজন মিলে দুজন,
অচেনা শহর গড়ি
সেই শহরে আপন করে,
বৃষ্টি ফোটা হয়ে ঝরি।
বাদাম খুশাই ভারবাসাই,
নিয়ন আলয় কাছে আসাই
স্মৃতির খাতাই,
চোখের পাতায় কিসের ফাঁকি
আপন কথার গোপন ব্যাথায়,
বন্দি খাচার বিষন্নতাই
কিসের জালা বিশের মালাই,
বুঝনা কি
গোপন করে আপন তরে,
বুকের পাজরে রাখি
ঘুমের বড়ি দিয়ে আড়ি,
হৃদয় বাড়িতে থাকি
চলনা সুজন করি কুজন,
সুখ পাখি হয়ে ডাকি
দেখুক লোকে কেমন তকে,
প্রেমে জরিয়ে রাখি
চলনা সুজন পালায় দুজন,
ওদের কে দিয়ে ফাকি
কোন সমান্তরাল পথের বাকে,
বাসা বানিয়ে থাকি
Written by: Swaraj Deb


