Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Kumar Bishwajit
Vocais
COMPOSIÇÃO E LETRA
Kumar Bishwajit
Composição
Liton Adhikari Rintu
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Kumar Bishwajit
Produção
Letra
সবাই বলে ভুইলা যা
কেমন কইরা আমি ভুলি রে
যার লাইগা
হৃদয় পুইড়া কয়লা রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
হইলো জীবন বালুচর
আপন হইলো আমার পর রে
তবু তারে
এই অন্তরে রাখি রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
দিনে রাইতে আষাঢ় মাস
দু'চোখে দিয়া আমার ঝরে রে
হৃদয় ভরা
প্রেমের খরা রইলো রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
কেমন কইরা আমি ভুলি রে
যার লাইগা
হৃদয় পুইড়া কয়লা রে, মন ময়না রে
কেমন কইরা ভুলি যে তারে
সবাই বলে ভুইলা যা
Written by: Kumar Bishwajit, Liton Adhikari Rintu