album cover
Utshorgo
17.116
Alternative
Utshorgo foi lançado em 13 de março de 2021 por Aftermath Bangladesh como parte do álbum Jed
album cover
ÁlbumJed
Data de lançamento13 de março de 2021
SeloAftermath Bangladesh
Melodicidade
Acusticidade
Valence
Dançabilidade
Energia
BPM69

Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Aftermath
Aftermath
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Aftermath
Aftermath
Composição
Navid Iftekhar Chowdhury
Navid Iftekhar Chowdhury
Letra

Letra

জানি সর্বনাশী কোনো ঝড়ের চিহ্ন
সে তো নীরবতার প্রতিবিম্ব
অবাধে তোলপাড় করে তোলে
কেন আগ্রাসন লাগাম ছিঁড়ে শীর্ণ
শুধু কবিতায় অবতীর্ণ?
স্বার্থের খুঁটি গেড়ে
দেখি নিভু চোখে তাকিয়ে
মায়ার বাঁধন ছিঁড়ে
ফিরে যাই স্বপ্ননীড়ে
মুগ্ধতায় মোহনীয় আলোর মাধুর্য
আধোনীল রঙের দিগন্ত
জীবনের মাঝলগ্নে
স্বরলিপি আর সুরের মালা গড়ে
অমরত্ব ছোঁয়ার কোনো এক মোহে
ভাগ্যের শিকড় ছিঁড়ে কাঁদে
আমার অদম্য উন্মাদ হাহাকার
আমি দু'হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
আমি শিল্পী নয়, হতে চাই জাদুকর
সুরের মুর্ছনায় কাটাবো প্রহর
স্বপ্ন দেখা কি এত ভুল?
কী ভীষণ অভিমানের ক্ষণ
হাসিমুখে করেছি বরণ অভিশপ্ত এ জীবন
মৌনতায় নিস্তব্ধ আঁধারে
হতাশা ঘেরা পাহাড়ে
আমি যাই হারিয়ে
ধূলোজমা neon স্বপ্নগুলো একে একে
সবই তো ঝড়ে পড়ে
কীসের নেশা আমায় ভাঙ্গে চূর্ণ-বিচূর্ন করে বারবার?
আমি সৃষ্টি ক্ষুধায় জ্বলে পুড়ে ছারখার
নেই সাহস আমার পথ পেরোবার
কী করে তোমার গর্ব হবো, মা?
মাগো, অঝর বর্ষায় মিশে যাবো তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে, ভেবো আমি পাশেই আছি তোমার
বলো কী করে বেঁচে থাকবো?
আমার মনের ভেতরটা মরে গেছে
কতরাত ধরে ঘুমাইনি
বিদ্রোহী রণসঙ্গীত বাজে
আমার guitar-এর তারে
মরে যাওয়া মনুষ্যত্ব থেকে
প্রতিরোধ ওঠে জেগে
দেখি শিয়রে দাঁড়িয়ে কে কড়া নাড়ে
মৃত্যুর দুয়ার খুলে গেছে
সময় হলো হিসেব মেলাবার
আমি দু'হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
মাগো, অঝর বর্ষায় মিশে যাবো তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে, ভেবো আমি পাশেই আছি তোমার
আমি ভোরের আলোয়
চোখ মেলতে ভয় পাই
ভেজা মাটির গন্ধ নিতে ভুলে যাই
অনুভূতিগুলো যাচ্ছে মরে
Written by: Aftermath Bangladesh, Navid Iftekhar Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...