Créditos
INTERPRETAÇÃO
Warfaze
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Warfaze
Composição
Sheikh Monirul Alam
Composição
Letra
শুধুশুধুই ভাবনা
যেতে চাইলে যাও, চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারি নি ভাসতে অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলো না চলতে, স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে হতাশার খাদে
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে
যে যায়, যাওয়ার পথে দেয়াল হবার কোনো স্বপ্ন নাই
যতোই কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই বর্ষা কাঁদে
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে...
Written by: Sheikh Monirul Alam, Warfaze

