Créditos
INTERPRETAÇÃO
Andrew Kishore
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Sheikh Sadi Khan
Composição
Letra
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
তবে কি সে মনটা আমার কেড়ে নিতে চায়
চায়, চায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
তবে কি সে মনটা আমার কেড়ে নিতে চায়
চায়, চায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
কৃষ্ণচূড়ার আবীর মাখা লাজে রাঙা গাল
আঁচল তো নয়, ময়ূরপঙ্খী নায়ে তোলা পাল
হায় রে, কৃষ্ণচূড়ার আবীর মাখা লাজে রাঙা গাল
আঁচল তো নয়, ময়ূরপঙ্খী নায়ে তোলা পাল
হাসি তো নয়, বিজলী যেন চমক দিয়ে যায়
যায়, যায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেনো সে বাজায়
মনটা যে তার স্বপ্ন মাখা অপুরূপ এক ফাঁদ
এত কাছে, তবু যেন আকাশেরই চাঁদ
আরে, মনটা যে তার স্বপ্ন মাখা অপুরূপ এক ফাঁদ
এত কাছে, তবু যেন আকাশেরই চাঁদ
কখন জানি প্রেমের ফাঁসি গলাতে পরায়
হায়, হায়, রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
তবে কি সে মনটা আমার কেড়ে নিতে চায়
চায়, চায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
তবে কি সে মনটা আমার কেড়ে নিতে চায়
চায়, চায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
ঝুমুর ঝুমুর নুপুর যে কেন সে বাজায়
রেশমি চুড়ি বাজিয়ে সে চলে যায়
Written by: Sheikh Sadi Khan

