Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Samz Vai
Samz Vai
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Shamrat Sha
Shamrat Sha
Letra
Muhammad Milon
Muhammad Milon
Composição
Sheikh Mohammad Razoan
Sheikh Mohammad Razoan
Arranjos
PRODUÇÃO E ENGENHARIA
Shamrat Sha
Shamrat Sha
Produção

Letra

একটা টাকার মেশিন প্যাকেট হয়েছে
সাদা কাপড়ে জীবন ভর ছাইপা টাকায় শুধুরে
একটা টাকার মেশিন প্যাকেট হয়েছে
সাদা কাপড়ে জীবন ভর ছাইপা টাকায় শুধুরে
পাখির মতো উড়াল দিয়া আসবো দেশেতে
আজকে তাকে মানা করবে কে
সাধের আত্মীয় স্বজন মেশিন টা শোয়াইব মাটিতে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন
থুইয়া গেছে মা বাবারে হইয়া গেছে সাধের বউ
ছুটি পাইলে আইতে কয়না টাকার জন্য কেউ
বাবা আর কয়টা দিন থাক বাড়িটা পাকা হইয়া যাক
আদর করে কইছে মায়ে ফেলতে পারে নাই
আজ কবর টারে টাইলস কইরা বাধাই রাখবেরে
টাকার মেশিন ঘুমায় থাকবে অতি যতনে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন
কেমন আছি খাচ্ছি কি
কেমন আছি খাচ্ছি কি
হাসি দিয়া মিথ্যা বলা অভাগার স্বভাব
চোখটা হল চাতক পাখি
ফোনের দিকে চাইয়া থাকি
একটা পলক দেখার অপেক্ষায়
আজ কবর টারে টাইলস কইরা বাধাই রাখবেরে
টাকার মেশিন ঘুমায় থাকবে অতি যতনে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন
Written by: Muhammad Milon, Shamrat Sha
instagramSharePathic_arrow_out

Loading...